বাজেটে সারা দেশজুড়ে কোল্ড সাপ্লাই চেন ও কৃষি উড়াল নিয়ে ঘোষণা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  অর্থমন্ত্রী  বাজেট বক্তিতা দিতে গিয়ে বলেন সারা দেশে কোল্ড  সাপ্লাই  চেন  যে ভারতীয় রেল  পিপিপি  মডেলে রেলের মাধ্যমে সারা দেশে তা পৌঁছে দেবে ।কৃষি  উড়ান  চালু হবে সারা দেশের জন্য , হর্টিকালচার সেক্টর কেও  শক্তিশালী  করা হবে ,এবং  কৃষকদের  জন্য আরো  নিত্যনতুন ব্যবস্থা নেয়া হবে ।