সাট্টা বাজার বলছে জিতবে আপ

খবর    ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :    শনিবার সকাল  থেকে শুরু হয়েছে দিল্লি  বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ ,পাশাপাশি  সাট্টা  বাজারে  ব্যস্ত  হয়ে  পড়েছে এই ভোট  গ্রহণ কে কেন্দ্র  করে কে জিতবে  কে হারবে  সেই খেলায় ।রাজস্থানের বিখ্যাত  ফলাদি  সাট্টা বাজার  বলছে  আপ  পেতে  পারে ৫৬-৫৮ আসন  অপরদিকে বিজেপি  পেতে পারে ১১-১৩ টি আসন  কংগ্রেস মেরে কেটে জিতবে দুটি আসন । আপের  পক্ষ  ১ লক্ষ্য  টাকা লাগালে  পাওয়া  যাবে বাড়তি ১৫ হাজার টাকা  অপরদিকে বিজেপি  জিতলে  ১৫ হাজার  টাকা লাগালে  পাওয়া  যাবে  ১ লক্ষ্য  টাকা ,এবং কংগ্রেসের  জয়ের  পিছনে যদি ২ হাজার  টাকা লাগানো যায় তবে পাওয়া যাবে ১ লক্ষ্য  টাকা ।