খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দিল্লির মনজুকিয়া টিলা এলাকাতে এই দিন আপ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে যান কংগ্রেস প্রার্থী অলোকা লম্বা ।দুই প্রার্থী ও সমর্থকদের মধ্যে বাদানুবাদ ওঠে চরমে মুহূর্তের মধ্যেই উত্তেজিত হয়ে কংগ্রেস প্রার্থী অলোকা লম্বা তাপ্পড় কষাতে যান আপ কর্মীকে এবং সেই নিয়ে শুরু হয় বিতর্ক । প্রসঙ্গত উল্লেখ্য আপ থেকে ইস্তফা দিয়েই অলোকা লম্বা আপ ত্যাগ করেন এবং কংগ্রেসের টিকিটে দাঁড়ান দিল্লি বিধানসভাতে ।