নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই প্রদর্শনীর হল নম্বর ৯ তে এসপ্রেসো এবং ওয়াগনারের ডিসপ্লে করছে ,কিন্তু মারুতি সুজুকির তরফ থেকে বড় চমক হলো তাদের এসইউ ভি ফিউচূঁড়া ই সঙ্গে ভিটারা ব্রিজা এবং এস ক্রস সঙ্গে শক্ত পোক্ত গাড়ি জিম্মি তো আছেই । পাশাপাশি হল নাম্বার ১০ সে রেনাউলট নিয়ে এসেছে তাদের গাড়ি ট্রাইভার এএমটি ।এই গাড়িটি ১৫ ইঞ্চির আলোয় উহিল যুক্ত এবং সিট্ কভারটি একদম চমক যুক্ত এই ছাড়াও প্রদর্শিত হচ্ছে এসইউভি ডাস্টার টার্বো কেডাব্লু ইভি সঙ্গে সঙ্গে জো ইভি ।