খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পাশ্চাত্য জগতে জন্মদিন উৎসব ,ধর্মউৎসব সব ক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য হয়ে উঠতো । তাই গির্জার অভ্যন্তরে তারা মধ্যপানে কুসুর করতেন না । ক্রিস্টিও এই ভ্যালেন্টাইন দিবসে চেতনা বিনষ্ট হওয়াতে ১৭৭৬ সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেন্টাইন উৎসব কে নিষিদ্ধ করা হয় । পাশাপাশি ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিট্যান রাও এক সময় প্রশাসনিক ভাবে এই দিবস উদজ্ঞাপন নিষিদ্ধ করেছিল । পাকিস্তান ও ২০১৭ সালে ইসলাম বিরোধী হওয়াতে সেই দেশের আদালত ভ্যালেন্টাইন উৎসবের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...