দোলের প্রথম , দ্বিতীয় ও তৃতীয় দিন

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:দলের  প্রথম  দিনটি  গোন্দ   বলা  হয়।  সেই  দিন  সন্ধ্যার  সময়  ভগবান  বিষ্ণুর  অবতার  লর্ড  কৃষ্ণ  তার  এক  স্ত্রীর  সঙ্গে  দেখা  করতে  যান। সেই  সময়  তার  ভক্তরা  কীর্তন  ঘরের  সামনে  আগুন  জ্বালিয়ে  দ্রাম  বাজিয়ে  তাকে  দোল  ঘরে  পৌঁছে  দেন। দ্বিতীয়  দিনটি  হচ্ছে  ভোর  – দোল  মানে   আসল রঙ  খেলা । েকে  অপরকে  শুভেচ্ছা  জানিয়ে  ও  মিষ্টি  মুখ  করে  দোল  খেলায়  রত  হয়। তৃতীয়  দিন  টি ও  দ্বিতীয়  দিনের  মতো  একই  পদ্ধতিতে  পালন  করা  হয় ।