খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বছর ২৩ সের শোভন মুখ্যোপাধ্যায়ের গত তিন বছর দক্ষিণ কলকাতার কিছু গণ শৌচালয়ে প্যাড ও তার ভেন্ডিং মেশিন বসানোর কাজ করছেন নারী সহায়তার কথা ভেবে ।নারী দিবসে তার ইচ্ছে সারা শহরে ১০০ টি গণ শৌচালয়ে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানো ।কলকাতার প্যাডম্যান বলেন রাস্তায় তার এক বান্ধবীর ঋতুস্রাব শুরু হওয়ার সমস্যা আমাকে নাড়িয়ে দেয় তার পর থেকেই আমার এই অভিযান ।
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...