তলব করা হলো নির্ভয়া কাণ্ডের ফাঁসুড়ে কে

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :আগামী ২০ সে  মার্চ নির্ভয়া কাণ্ডের ৪ ধর্ষকের  ফাঁসি দিতে নির্দেশ দিয়েছে দিল্লির  আদালত । নির্ধারিত দিনের ৭২ ঘন্টা  আগে তিহার জেলে পৌঁছাতে বলা হয়েছে ফাঁসুড়ে  পবন জল্লাদ  কে ।বর্তমানে পবন জল্লাদ  মেরোট  জেলে স্থায়ী ভাবে চাকরিতে  নিযুক্ত আছে ।