প্রথম করণাতে আক্রান্ত হয়ে মৃত রোগীকে দাহ করতে বাঁধা দেয়া হলো শশানে

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : করণাতে  আক্রান্ত ব্যক্তিকে কি সমাজ দূরে রাখতে চায় । কলকাতা  তে  করোনা  হয়ে আক্রান্ত  হয়ে মৃত  ব্যক্তিকে  নিমতলা  শশানে দাহ  করতে  গিয়ে নিয়ে গেলে বাঁধা  দেন স্থানীয় ব্যক্তিরা । এর পরে  পুলিশি  হস্তক্ষেপে তার  শেষ কৃত্য  সম্পন্ন হয় । এই  প্রৌঢ়  সল্টলেকের আমরি  হাসপাতলে ১০ মার্চ থেকে ভর্তি ছিলেন ।বাঙুর হাসপাতালে  তাকে পরিবারের সদস্যরা ভর্তি রয়েছেন। তাকে  ভর্তি  করেছিলেন যে  আত্মীয় তাকে আসতে  বললে তিনি টাল বাহানা করে শেষ পর্যন্ত বিধান নগর  পুলিশ  ও পৌরসভার পক্ষ থেকে তাকে নিমতলাতে দাহ করা হয় ।