নিজামউদ্দিনের তবলিকি জমায়েত থেকে পাঁচটি ট্রেনে করে সংক্রামিত রা ফিরে ছিলেন নিজের রাজ্যে

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : রেল দফতর  ৫টি ট্রেন কে চিন্নিত  করে  দিল্লির  নিজামুদ্দিনের জমায়েত থেকে যারা ফিরে ছিলেন রাজ্যে  তাদের সহযাত্রীদের  চিন্নিত করার কাজ শুরু করেছেন । রেলের অনুমান  ১৩-১৯ মার্চের মধ্যে  সেই ট্রেন  গুলিতে জমায়েতের লোকেরা দিল্লি  থেকে তাদের নিজ নিজ রাজ্য  ফিরেছিল । ট্রেন  গুলি হলো  দিল্লি  গুন্টুর  দুরন্ত এক্সপ্রেস ,দিল্লি -চেন্নাই  গ্রান্ট ট্রাঙ্ক এক্সপ্রেস ,দিল্লি -চেন্নাই  তামিলনাড়ু  এক্সপ্রেস ,নিউ দিল্লী  রাঁচি রাজধানী এক্সপ্রেস ,নিউ  দিল্লি  অন্ধ্রপ্রদেশ সম্পর্ককান্তি এক্সপ্রেস ।