খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লকডাউনের দ্বিতীয় পর্বে ৩ মে রাত ১১:৫৯ পর্যন্ত আন্তর্জাতিক ও দেশীয় সমস্ত বিমান পরিষেবা বাতিল করেছে বিমান সংস্থা গুলি ।কিন্তু ৩ মে অব্দি বুকিং করা টিকিটের টাকা ক্রেডিট সেলে রেখে দেয়ার কথা জানিয়েছিল বিমান সংস্থা গুলি এই নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের বাতাবরণ তৈরী হয়েছিল এর পরেই ডিজিসিএ এক নির্দেশে জানান যাত্রীরা দাবি করলে বাতিলের টাকা ফেরত দিতে বাধ্য সংস্থা গুলি এবং ফেরত দিতে হবে ৩ হপ্তার মধ্যে ।