খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজস্থানের ভিলোয়ারের কোনো বড় সর কর্মসূচি নয় অথবা কেরলের মত আয়োজন ও নয় আগ্রার ক্লাস্টার কোন্টাইনমেন্ট মডেল তখনো জানা ছিল না জাব্বলপুরের একমাত্র সম্মিলিত প্রয়াস ছোট ছোট কর্মসূচি এবং মনে প্রাণে লকডাউন মেনে মিলে মিশে হারিয়ে দিয়েছে জব্বলপুরের অধিবাসীরা মারণ করোনাভাইরাস কে ,মধ্য প্রদেশের সংখ্যা যেইখানে উদ্বেগের কারণ সেইখানে জব্বলপুরের করোনারোগী হাতে গোনা নতুন আক্রান্তের কোন খোঁজ নেই এবং যারা আক্রান্ত হয়েছিল তারা সুস্থ্য হওয়ার পথে । কার্ফ্যু অস্ত্রে জিতে গেলো জব্বালপুর ।
রাজ্য
দলের বাড়তি মেধ ধরানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস
সূত্রের খবর ২০২৫ শালের প্রথমেই সংগঠন এবং প্রশাসন নিয়ে দীর্ঘ বৈঠক করেন অভিষেক ,মমতা এবপং সুব্রত বক্শি । জানা যাচ্ছে সেই খানে সংগঠন ও...