আজ বঙ্গে করণাতে সংক্রমিত হলেন ৪২৭ জন

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : গত মঙ্গলবার এই রাজ্যে করণাতে  সংক্রমিত হয়েছিলেন রেকর্ড সংখ্যক ৩৯৬ জন আর আজ মাত্র ৩ দিনের মাথায়  সব রেকর্ড  ভেঙে দিয়ে করণাতে  আক্রান্ত হলেন ৪২৭ জন ।রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে এই আচমকা বৃদ্ধির পরে করোনা আক্রান্তের সংখ্যা  এসে দাঁড়ালো ৭৩০৩ জনে ।বিগত ২৪ঘন্টায় রাজ্যে মারা গিয়েছেন ১১ জন ।ফলে রাজ্যে করোনা  তে মৃতের সংখ্যা এসে দাঁড়ালো ২৯৪ জনে  কো  মরবিডিটির কারণে  মারা গিয়েছেন ৭২ জন ,সর্বমোট  মৃতের সংখ্যা এসে দাঁড়ালো ৩৬৬।