খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বছর ২৪ সে অগাস্ট কৃষ্ণ জন্মাষ্টমীতে কলকাতার ৩সি আলবার্ট রোডে অবস্থিত ইস্কন মন্দিরে প্রায় ৯ লাখ দর্শনার্থীরা ক্ষেপে ক্ষেপে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীতে তাদের লর্ড শিপের দর্শন নেওয়ার জন্য এই মন্দিরে যান । কীর্তন ,ভোজন ,নাটক ,বক্তিতাএবং অভিষেকের মূল সন্ধ্যায় অনুষ্ঠানের জন্য একটি ৫০,০০০ বর্গফুটের মূল তাবু নির্মিত হয় ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য একজন অতিথি বক্তা বিদেশ থেকে আমন্ত্রিত হয়ে এসেছিলেন । মূল তাবু কে ঘিরে ছোট ছোট স্টল তৈরি করা হয় যেইখানে মিষ্টি সেলারি বই ,কৃষ্ণ সম্বন্ধীয় সিডি ও ক্যাসেট গুলি এবং অন্যান্য ভক্তিগত দ্রব্যাদি বিক্রি ও দর্শনের জন্য রাখা হয় একটি বড় প্রসাদম তাবু ও তৈরি করা হয় যাথেকে গরম গরম খাবার সব অতিথি কে পরিবেশন করা হয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...