খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তৃণমূল কংগ্রেসের নেতারা কালিয়াগঞ্জের বিডিও কে ডেপুটেশন দিয়ে সি পি এম , কংগ্রেস ও বি জে পি র বিরুদ্ধে অভিযোগ করেছেন যে বিরোধী দলের সদস্যরা ঘরের নাম করে সাধারণ গরিব মানুষদের কাছে টাকা চাইছে।এ ব্যাপারে তৃণমূলের নেতারা বলেন আধার কার্ড না থাকলে আবাস যোজনার তালিকায় নাম উঠবে না। যাদের আধার কার্ড নেই তাদের আধার কার্ড বানানো হবে। বি জে পি নেতা জানান উপযুক্ত প্রমান দেখালে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্য
বিধাননগর মেলা কি বোর্ড য়ে মাতালেন
বিগত ২৫ শে ডিসেম্বর ২০২৪ বিধাননগর মেলার বিকাল ৫ টা ৩০ মিনিটে কি বোর্ড পরিবেশন করে দর্শক দের মনোরঞ্জন করেছেন ৭ বছর বয়েসী শিশু...