খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :করোনার জন্য প্রায় পাঁচ মাস টয় ট্রেন বন্ধ। তিনধারিয়ায় ধসের কারণে এতদিন রংটং পর্যন্ত্য টয়ট্রেনের দৌড় পরীক্ষা হচ্ছিলো। আজ ডিজেল ইঞ্জিনের সঙ্গে দুটি বগি জুড়ে তিনধারিয়া অবধি যায়। তারপর তিনধারিয়া ওয়ার্কশপ থেকে আরো দুটি বগি জুড়ে ট্রেনটি শিলিগুড়ি জংশন স্টেশনে ফিরে আসে। বিভিন্ন দিনে বিভিন্ন ইঞ্জিন দিয়ে পরীক্ষা চালু আছে। ধসের পর আজই প্রথম তিনধারিয়া পর্যন্ত্য ট্রেন গেলো।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...