স্পিনের মহড়া নিচ্ছেন সানরাইজার্স ব্যাটসম্যান রা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ভারতীয় দলের  বিরুদ্ধে নেট প্র্যাকটিসের  মহড়াতে   অস্ট্রেলিয়া দলের নেট প্র্যাকটিসে প্রায়শই  দেখা যায়  কেরলের  বা হাতি  স্পিনার  কে কে  জিয়াস  কে  ,তার লক্ষ্য  অস্ট্রেলীয়  ব্যাটসম্যান  দের  চিনামান  বোলিংয়ের বিরুদ্ধে তৈরী করে দেওয়া ।এই বার আইপিএলে ডেভিড  ওয়ার্নারের দল  কুলদ্বীপ যাদবের  মোকাবিলাতে  নিজেদের তৈরী করছেন এই চায়না ম্যান স্পিনার কে খেলেই ।ওয়ার্নারের ঘনিষ্ঠ হওয়াতে ডাক পেতে তার কোনো সমস্যা  হয়নি ।