খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সুন্দর ফুটওয়ার্ক ও নানা স্ট্রোকের মাধ্যমে শুভমান করলেন ৩৪ বলে ৪৭ রান ,সঙ্গে রাসেল তিনটি বিশাল ছক্কা মারেন। কিন্তু রান বেশি ওঠেনি। তারপর মর্গ্যান হাল ধরেন এবং দলের রান নিয়ে যান ১৭৪ এ। তবে কার্তিক ও নারাইন আবার ও ব্যর্থ। এরপর বল করতে এসে কামিন্স শুরুতেই ধাক্কা দেন স্মিথকে আউট করে।পরে মাভি, নাগরাকোটি ও বরুন চক্রবর্তীর দাপটে রাজস্থান ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান করে ৩৭ রানে হেরে যায়। তিনজনই ২ টি করে উইকেট পান।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...