খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রথমে ব্যাট করে মুম্বাই করে ৫ উইকেটে ২০৮। একসময় মনে হয়েছিল মুম্বই ২০০ র গন্ডি পেরোবে না। কিন্তু সিদ্ধার্থ কলের শেষ চার বলে ক্রনাল ২টি ছয় ও ২ টি চার মেরে ২০৮ এ নিয়ে যান। ব্যাটসম্যানদের স্বর্গরাজ্যে বোল্ট দারুন বল করে ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন এবং ম্যাচের সেরা হন। ২০ ওভারে হায়দরাবাদ ১৭৪/৭ করলে মুম্বাই ৩৪ রানে ম্যাচ জিতে যায়।