দই ভাপা

উপকরণ :  ২কাপ দই ১/২ টি মিল্ক মেড ,পরিমান মত  বাদাম ,এলাচ গুঁড়ো এবং কিশমিশ ।প্রণালী:দই  থেকে জল  চেপে বের করে নিন এই দইয়ের সাথে মিল্কমেড ও এলাচ গুঁড়ো মিশিয়ে ৩০ মিনিট গরম জলের উপরে  রেখে  ভাপিয়ে নিন । ঠান্ডা হলে কাজু বাদাম ,কিশমিশ ছড়িয়ে পরিবেশন  করুন ।