খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৭৫৭ সালে রাজা নবকৃষ দেব শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর প্রথম প্রচলন গঠান এবং সব থেকে বড় ঘটনা রাজা নবকৃষ্ণ দেব অহিন্দুদের ও সেই পুজোতে প্রবেশ করতে দিয়েছিলেন ।রাজা নবকৃষ্ণ দেব তৎকালীন রবার্ট ক্লাইভ এবং ওয়ারেন হেস্টিংস কে তার পূজাতে আমন্ত্রণ করেছিলেন ।এই খানে সুজ্যোজিত দেবী গৃহে মায়ের পুজো খুব ভক্তি ভোরে করা হয় ,এখন ও প্রচুর দর্শনার্থী এসে এই পুজো উপভোগ করেন ।এই পুজোর ঠিকানা শোভাবাজার মেট্রোর পাশে জয়পুরিয়া কলেজের পাশে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...