খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতার লাহা পরিবারের দূর্গা পূজাটি প্রায় ২০০ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় । এটি কলকাতা শহরের দুটি পৃথক স্থানে তাদের পরিবারের সদস্য দ্বারা পুজো অনুষ্ঠিত হয় ।এইখানে প্রতিমাটিতে হর গৌরী বলা হয় যেইখানে দূর্গা -মা দূর্গা চোখ বন্ধ করে শিবের উপরে বসে থাকেন ।লাহা পরিবারের সদস্যরা অষ্ট ধাতুর প্রতিমা নিয়ে এসে পুজো করে এদের বিশেষ বৈশিষ্ট হলো এরা প্রায় ২০ টি বাড়ির তৈরি মিষ্টি সাজিয়ে রাখেন দর্শক দের আকৃষ্ট করার জন্য । ঠিকানা ২/এ বিধান সরণি এবং ৫০এ কৈলাশ বোস স্ট্রিট ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...