খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রথমে ব্যাট করে কেকেআর, করে ১৬৪/৬। শুভমন গিল ৫৭ এবং দীনেশ কার্তিক ২৯ বলে ৫৮ রান করেন। বাকিরা ভালো করতে পারেননি। এরপর পাঞ্জাব ব্যাট করতে নেমে রাহুল এবং মায়াঙ্কের জন্য প্রথম উইকেটে করেন ১১৫ রান। ভালোই রান উঠছিলো এবং ম্যাচ পাঞ্জাবের অনুকূলে ছিল। শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। বল করতে এলেন নারাইন। ১১ রান দিয়ে ১ উইকেট নিয়ে কেকেআরকে জেতালেন ২রানে। রাসেলের চোট কেকেআরকে ভাবাচ্ছে। কার্তিক ম্যাচের সেরা হয়েছে।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...