শুরুতে দিল্লী ব্যাট করে ২০ ওভারে করে ১৬১/৭। শিখর ধাওয়ান ও শ্রেয়স আইয়ার করেন যথাক্রমে ৫৭ ও ৫৩ রান। রাজস্থানের জোফ্রে আর্চার ১৯ রানে ৩ উইকেট নেন। শুরুতে বোলিং দিল্লির ভালো না হলেও স্লগ ওভারে দিল্লী দারুন বল করে ম্যাচে ফিরে আসে। রাজস্থানের দরকার ছিল ৫ ওভারে ৩৯ রান। কিন্তু রাজস্থান করে ৩ উইকেটে ২৬ রান। দিল্লির নোখিয়া আজ দ্রুততম (১৫৬.২২কিঃ মিঃ ) বল করেন। দিল্লী জিতলো ১৩ রানে এবং নোখিয়া ম্যাচের সেরা হন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...