খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দুর্গাপুরের মুক্ত উপ সংশোধনাগারে আবার সেই যাবৎজীবন সাজা প্রাপ্ত্য মোহাম্মদ নাসির কে দিয়ে শনিবার ,কালীপুজোর দিন মন্দির চত্বরে আল্পনা দিলেন দুর্গাপুরের কোক অভেন থানার ন দিহা রোডের একটি কালিমন্দির কর্তৃপক্ষ ।ক্লাব কর্তপক্ষ জানালেন তাদের এই উদ্যোগ হলো সমাজের সব স্তরের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা ,অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও তারা দিতে চেয়েছেন । নাসির একটি গ্যারাজে রঙের কাজ করতো ,এবং খুনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন ।