খবর ঘণ্টায় ঘণ্টায় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এবং বাংলাদেশের একটি বাংলা সংবাদের পোর্টাল। এই নিউজ পোর্টালটিতে রাজনীতি, ব্যবসা, খেলা, দেশ, বিদেশের সমস্ত রকম সঠিক সংবাদ আমরা দিয়ে থাকি। এই নিউজ পোর্টালটির দ্বারা সর্বপ্রথম লাইভ এবং ব্রেকিং নিউজ দিয়ে সবাইকে আপডেট রাখতে আমারা বদ্ধপরিকর।
আমরা সবসময় চেষ্টা করি আমাদের ভিউয়ার এর কাছে সবার আগে সব চেয়ে ভাল খবর পরিবেশন করতে। কারণ আমরা বোঝার চেষ্টা করি যে আপনার কোন খবরটি দরকার আর কোনটি দরকার নয়। আমরা এরকমই নিউজ পরিবেশন করে থাকি যে খবরটি আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে, যে খবরটি আপনার সামাজিক জীবনে প্রভাব ফেলবে, যে খবরটি আপনার গ্রাম বা শহরের উপর প্রভাব ফেলবে, যে খবরটি আপনার রাজ্য, দেশ তথা বিশ্বের উপর প্রভাব ফেলবে। আমরা খবরের মধ্যে আসল খবরটিকে খুঁজে বের করি এবং তা দ্রুত আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের সাংবাদিক এবং কর্মকর্তারা সবসময়ই এই কাজে তৎপর থাকেন। আমরা সত্যটা আপনার কাছে তুলে এবং প্রয়োজনে খবরের এর বিশ্লেষণ করি। যাতে আপনার কাছে সেই খবরটি সহজ বোধগম্য হয়ে ওঠে। আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করে খবরকে বিকৃত করি না। গুরুত্বপূর্ণ খবরের নির্যাস আপনার সামনে তুলে ধরাই আমাদের কাজ। আমরা সম্পূর্ণ সত্য খবর দিতে সবসময় তৎপর থাকি। কারন আমরা জানি খবর ভুল হলে তা সমাজে কুপ্রভাব ফেলে, তাই সঠিক খবর সবার আগে পরিবেশনের মাধ্যমে আমরা সবসময় আপনাকে তথা সমাজকে জাগ্রত রাখার চেষ্টা করি। আমরা জাগ্রত, আমরা সাহসী, আমরা সুসংগঠিত, আমরা বলতে ভয় পাইনা, লিখতে ভয় পাইনা, আমাদের মধ্যে বিরাজ করে যৌবনের শক্তি, আমাদের সাহায্য করে আমাদের অভিজ্ঞতা, আমাদের সাহায্য করে প্রত্যেকটি খবরের উপর সুসংগঠিত আলোচনা। যার ফলে বেরিয়ে আসে খবরের ভিতরের আসল খবর আর সেটাই আপনাদের সামনে আমরা পরিবেশন করি।