প্রথম ম্যাচে মোহনবাগান ফুটবলাদের কিছু জড়তা লক্ষ্য করলেন ফুটবল বিষশ্লেষক রা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আইএস এলে র প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান রয় কৃষ্ণের গোলে ১-০ তে জিতলেও মোহনবাগানের প্রাক্তনীরা মানছেন খেলাতে কিছু জড়তা রয়ে গিয়েছে দলের । তারা মনে করেন অতিমারীর কারণে ফুটবলার রা অতিমারীর কারণে বেশ কয়েক মাশ কোনো প্র্যাকটিসে ছিলেন না প্রাক মরশুম প্রস্তুতির সময় ও কোনো প্রস্তুতি ম্যাচ হয়নি তাই প্রথম ম্যাচে বেশি কিছু জড়তা লক্ষ করা গিয়েছে তবে এইগুলি কাটাতে সময় লাগবে । তারা ও লক্ষ্য করেছেন মাঝমাঠে একাধিক ভুল পাশ খেলেছেন মোহনবাগান ।