খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আইএস এলে র প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান রয় কৃষ্ণের গোলে ১-০ তে জিতলেও মোহনবাগানের প্রাক্তনীরা মানছেন খেলাতে কিছু জড়তা রয়ে গিয়েছে দলের । তারা মনে করেন অতিমারীর কারণে ফুটবলার রা অতিমারীর কারণে বেশ কয়েক মাশ কোনো প্র্যাকটিসে ছিলেন না প্রাক মরশুম প্রস্তুতির সময় ও কোনো প্রস্তুতি ম্যাচ হয়নি তাই প্রথম ম্যাচে বেশি কিছু জড়তা লক্ষ করা গিয়েছে তবে এইগুলি কাটাতে সময় লাগবে । তারা ও লক্ষ্য করেছেন মাঝমাঠে একাধিক ভুল পাশ খেলেছেন মোহনবাগান ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...