আজকে ক্যানবেরা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত শুধু ১৩ রানে জিতলেই না সেই সঙ্গে ভারতের খেলোয়াড় হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ষষ্ট উইকেটের অবিচ্ছেদ্য ১৫০ রানের পার্টনারশিপে ভারত শুধু ৩০০ রানের গন্ডি টপ কালো না সেই সঙ্গে ২১ বছরে শস্য উইকেটে এত বেশি রানের পার্টনারশিপ গড়েছে ভারত ১৫২রানে ৫ উইকেট হারানোর পরে এই দুই জন অবিচ্ছেদ্য থেকে ভারত কে নিয়ে যান ৩০২ রানে । হার্দিক করেন ৯২ এবং জাদেজা করেন ৬৬ অপরাজিত থাকেন দুই জনেই ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...