অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লো টিম ইন্ডিয়া

আজকে ক্যানবেরা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত শুধু ১৩ রানে জিতলেই না সেই সঙ্গে ভারতের খেলোয়াড় হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ষষ্ট উইকেটের অবিচ্ছেদ্য ১৫০ রানের পার্টনারশিপে ভারত শুধু ৩০০ রানের গন্ডি টপ কালো না সেই সঙ্গে ২১ বছরে শস্য উইকেটে এত বেশি রানের পার্টনারশিপ গড়েছে ভারত ১৫২রানে ৫ উইকেট হারানোর পরে এই দুই জন অবিচ্ছেদ্য থেকে ভারত কে নিয়ে যান ৩০২ রানে । হার্দিক করেন ৯২ এবং জাদেজা করেন ৬৬ অপরাজিত থাকেন দুই জনেই ।