গতকাল উদ্বোধন হলো নাইসেডের তৃতীয় পর্যায়ের টিকা পরীক্ষার অনুষ্ঠান

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নাইসেডের কো ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের টিকা পরীক্ষার অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ।বিকেলে টিকা পরীক্ষার সেচ্ছসেবক হিসাবে নাইসেডে যান ফিরহাদ হাকিম । আশা যাওয়ার মাঝখানে চললো টিকা টিপ্পনিও উল্লেখ্য অতিমারীর কেনা কাটাতে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য গঠিত তদন্ত কমিটির ভিত্তি নিয়ে প্রশ্ন
তুললো রাজ্যপাল ।