উপকরণ :মৌরালা ৩০ টি (১ বাটি ) লঙ্কার গুঁড়ো ১/২ চা চামচ ,হলুদ গুঁড়ো ১/২ চা চামচ বাসন ও চালের গুঁড়ো ২ টেবিল চামচ করে ,সাদা তেল ১ কাপ এবং নূন অল্প ।প্রণালী :মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নূন -হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখুন ওর মধ্যে অল্প বাসন ও চালের গুঁড়ো দিয়ে মেখে নিন ,এইবার কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করতে দিন ।তেল গরম হলে চাকা টেলি ভেজে নিন , ভাজার সময়ে মাছ করা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ,মাছ তুলে টিস্যু তে ছড়িয়ে দিন তেল ঝরে গেলে তুলে নিন কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুঁচি ছড়িয়ে পরিবেশন করুন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...