উপকরণ :মৌরালা ৩০ টি (১ বাটি ) লঙ্কার গুঁড়ো ১/২ চা চামচ ,হলুদ গুঁড়ো ১/২ চা চামচ বাসন ও চালের গুঁড়ো ২ টেবিল চামচ করে ,সাদা তেল ১ কাপ এবং নূন অল্প ।প্রণালী :মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নূন -হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখুন ওর মধ্যে অল্প বাসন ও চালের গুঁড়ো দিয়ে মেখে নিন ,এইবার কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করতে দিন ।তেল গরম হলে চাকা টেলি ভেজে নিন , ভাজার সময়ে মাছ করা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ,মাছ তুলে টিস্যু তে ছড়িয়ে দিন তেল ঝরে গেলে তুলে নিন কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুঁচি ছড়িয়ে পরিবেশন করুন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...