বিজেপি তে প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ তুঙ্গে

গতকাল দিল্লি  থেকে  যে ১৫৬ জন বিজেপি প্রার্থীর নাম  ঘোষণা করা হয় তাতে দেখা যাচ্ছে তৃণমূল থেকে আশা শুভ্রানসু  রায়  সৈকত পাঞ্জা ,জিতেন্দ্র তেওয়ারি ,অরিন্দম ভট্টাচার্জি ,সুনীল সিংহ ,সব্যসাচী দত্ত ,শীলভদ্র দত্তের  মত  অনেক দল বদলুরাই টিকিট পেয়েছেন ,অপরদিকে  আদি বিজেপির অনেক  নেতাই টিকিট পাননি তাদের  গুরুত্ব দেওয়া  হয়নি বলে আসানসোল সাংগঠনিক জেলার পর্যবেক্ষক তথা বিজেপি যুব  মোর্চার কেন্দ্রীয় সম্পাদক  সৌরভ সিকদার তার সমস্থ  পদ থেকে পদত্যাগ করেছেন ।