বকেয়া প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি

গতকাল দিল্লি থেকে এই রাজ্য বিজেপির বিধানসভা ভোটে চতুর্থ থেকে অষ্টম দফা অব্দি ১৫৬ জনের নাম
ঘোষণা করা হলো ।প্রার্থী পছন্দ না হওয়াতে জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ অগ্নিসংযোগ ও পার্টি অফিস অবরোধ । বিজেপির চাণক্য বলেপরিচিত মুকুল রায় এইবার দাঁড়াচ্ছে কৃষ্ণগর উত্তর থেকে ।কংগ্রেসের শিখা মিত্র ও তরুণ সাহা কে ক্ষুব্ধ ধরে নিয়ে বিজেপি তাদের নাম প্রার্থীতালিকা তে রেখেছে যদিও এই দুইজন প্রার্থী হতে অস্বীকার করে ।