আসন্ন বিধানসভা ভোটে বীরভূমে অনুব্রত মন্ডলের ছবি আঁকা টি শার্ট এবং “খেলা হবে ” এই স্লোগান দেওয়া জামা দেদার বিকোচ্ছে বীরভূমে ।গতকাল বোলপুরে তৃণমূল কার্যালয়ে দেখা গেলো প্রচুর তৃণমূল সমর্থকদের এই টি শার্ট পরে ঘোরাঘুরি করছেন ।কর্মীদের জিজ্ঞেস করলে তারা “কেষ্টদার খেলা হবে এই শ্লোগান এত জনপ্রিয় হয়েছে যে তা সবার মুখে মুখে ঘুরছে “।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...