বাঁকুড়ার টিলবেদিয়া জনসভা তে বিস্ফোরক নরেন্দ্র মোদী

আজকে বাঁকুড়ার টিলা বেদিয়ার ময়দানে চলছে বিজেপির আসন্ন বিধানসভা উপলক্ষে বিশাল জনসভা ।
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি বলেন জনসভাতে মানুষের ঢল দেখে আমার ব্রিগেড সমাবেশের কথা মনে পড়ছে ।তিনি বলেন আপনারা লোকসভার মত বিধানসভাতে ও বিজেপি কে আনুন ।তিনি বলেন বিজেপি এলে ” কাটমানি এবং সিন্ডিকেটের খেলা বন্ধ হবে”, আসল পরিবর্তন আমরাই আনবো বাংলায় “।