আজকে বিনয় তামাং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়ের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করলেন । কার্শিয়াং থেকে প্রার্থী করা হলো ১) শেরি লামং কালিম্পঙ থেকে প্রার্থী করা হলো ২) রুডেন সাদা লেপ্চা ৩) দার্জিলিং থেকে প্রার্থী করা হলো -কেশব রাজ্ পোখরা ।এখন দেখারবিমল গুরুং পন্থীরা এই তিনটি আসনে প্রার্থী দেন কিনা । রাজনৈতিক মহল বলছে বিমল গুরুং পন্থীরা অবশ্যই প্রার্থী দেবেন ,তবে নির্দলহিসাবে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...