আসউদ্দিন ওয়াইসি কে নিয়ে বিস্ফোরক দাবি করলেন মিমের প্রাক্তন রাজ্যসভাপতি

আসাউদ্দিন ওয়াইসির পার্টি আল ইন্ডিয়া মজলিশী -ই – ইত্তেহাদুল মুসলিমের প্রাক্তন রাজ্য সভাপতি জামিরুল হাসান বলেন বিজেপির হয়ে কাজ করছেন আসউদ্দিন ওয়াইসি । আব্বাস সিদ্দিকীর সাথে সমঝোতা করে ওয়াইসি আসলেবিজেপির ফায়দা করে দিতে চাইছে ।এই ছাড়াও তিনি বলেন বিজেপির থেকে টাকা নিয়ে এই রাজ্যের সফর করে গিয়েছেন ওয়াইসি । বিজেপির সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত শান্তই থাকেন তিনি ।