ভোট কর্মীদের জন্য কমিশন বরাদ্দ বাড়ালো ভোটে নিহত /আহত অথবা পঙ্গু হলে

ভোটের  কাজের নিযুক্ত শিক্ষক  শিক্ষাকর্মী  এবং শিক্ষা অনুরাজি ঐক্যমঞ্চের দাবি ছিল নির্বাচন  কমিশনের কাছে যদি ভোটের  নিযুক্ত কোনো ভোট কর্মী হিংসার বলি হয়ে প্রাণ হারান ,তাহলে প্রাণ হানির জন্য ৫০ লক্ষ্য  এবং আহত হলে ৩০ লক্ষ্য  টাকা ক্ষতিপূরণ দিতে হবে কমিশন কে ।এই দিন কমিশন একটি সার্কুলার জারি করে জানান ভোট চলাকালিন  কোনো ব্যক্তির অঙ্গহানি  হলো ৭.৫ লক্ষ  গুরুত্বর আহত হলো ১৫ লক্ষ্য  এবং নিহত হলো ৩০ লক্ষ্য  টাকা পাবে ।