আজকে আগামী ১ লা এপ্রিল যে তিনটি কেন্দ্রের ভোট তাদের নির্বাচনী প্রচারের শেষ দিন ।স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দিল্লী থেকে এসে সরাসরি শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করেন নন্দীগ্রামের রেয়াপাড়া অব্দি এবং সবাই ভোট দিতে বলেন শুভেন্দু কে ।তার পরে তিনি উড়ে জন ডেবরা তে ,বিজেপি প্রার্থী ভারতী ঘোষের হয়ে রোড শো করতে ,সেইখানে দীর্ঘ রাস্তা তিনি রোড শো করেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ কে নিয়ে জনপ্লাবণের মধ্যে দিয়ে ,আর এই মুহূর্তে তিনি পাঁশকুড়ার বিজেপি প্রার্থী কে নিয়ে রোড শো করছেন জনপ্লাবনের মধ্যে দিয়ে এবং রোড শো শেষ হবে পাঁশকুড়া স্টেশনের কাছে সেইখানে একটি জনসভাতে ভাষণে দেবেন তিনি ।