গতকাল কেরলের থিরুভানানথাপুরামে বিজেপির একটি জনসভাতে কেরলের বিধানসভা ভোটে নিশানা করলেন বাম ও কংগ্রেস কে ।তিনি কটাক্ষ করে বলেন কেরলে বাম ও কংগ্রেস পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছেন অথচ পশ্চিমবঙ্গে তারা জোট বেঁধে লড়াই করছে বিজেপির বিরুদ্ধে ।তিনি বাম ও কংগ্রেস কে কটাক্ষ করে বলেন এই দুই দল এইবার মিশে যাবে নাম হবে সিসিপি কমরেড কংগ্রেস পার্টি ।