পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের পরে বুথ ফেরত সমীক্ষা বলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিহ্ন

গতকাল বুথ ফেরত সমীক্ষা তে এবিপি আনন্দ সি ভোটার এগিয়ে রেখেছে তৃণমূল কে , অপরদিকে  রিপাব্লিক সিএনএক্সের  সমীক্ষা  তে এগিয়ে রয়েছে বিজেপি ।অপরদিকে টাইম  নাও  এবং সি ভোটারের সমীক্ষা তে  এগিয়ে রয়েছে তৃণমূল  এমন কি এন ডিটিভির সমীক্ষা তেও  এগিয়ে রয়েছে  তৃণমূল ,আবার  অন্যদিকে  ইন্ডিয়া টুডে  এক্সিসের সমীক্ষা তে  সামান্য হলেও এগিয়ে বিজেপি বহু  আসনে চলছে সমানে সমানে টক্কর ।