ব্যাঙ্কশাল কোর্টে চলছে নারদ মামলার ভার্চুয়াল শুনানি

আজকে নারদ মামলায় ব্যাঙ্কশাল আদালতে শুরু হয়েছে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া রাজ্যের মন্ত্রী ,বিধায়ক ও প্রাক্তন মেয়র দের নিয়ে শুনানি ,করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে ব্যাঙ্কশাল কোর্টে ভার্চুয়াল চার্জশিট পেশ করা হয় ।চারজন কেই হেপাজতে রাখার আবেদন জানান সিবিআই ।বিচারক প্রশ্ন তোলেন ” যেইখানে ইতিমধ্যেই চার্জশিট প্রস্তুত সেইখানে মন্ত্রী ও হেপাজতে রাখার প্রয়োজনীয়তা কেন জানান ??