বৃষ্টিতে একাধিক বাড়ি জলমগ্ন

গত দুদিনের বৃষ্টিতে ডালখোলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রায় ২৫ টি বাড়িতে জল ঢুকে গেছে। এই সব বাড়ির বাসিন্দাদের রান্নাও বন্ধ হয়ে গেছে। আজ এই এলাকা স্থানীয় বিধায়ক পরিদর্শন করেন। এই এলাকার পাশেই ৩৪ নম্বর জাতীয়  সড়ক  চওড়া  করার কাজ চলেছে। ফলে নিকাশি নালা নেই। বিধায়ক বিকল্প নিকাশি নালার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।