শনিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বক্তব্যে যে আভাস দিলেন তার থেকে বোঝা যাচ্ছে মুখ্যসচিব কে
আবেদন জানানো হয়েছে যে তাকে আগামী ৩ মাস রাজ্যেই কাজ করতে দেওয়া হোক ,অন্যথা তিনি আইনি লড়াইয়ের পথেও যেতে পারেন ।উল্লেখ্য কোলাইকুণ্ডা তে প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রীর ও মুখ্যসচিব যোগ না দেওয়া তে হয়তো বা কেন্দ্রীয় সরকার তাকে কেন্দ্রের কর্মী বর্গও প্রশিক্ষক দফতরে ৩১ সে মে ১০ টার মধ্যে যোগ দিতে বলেছেন ।