উত্তর ২৪ পরগনা জেলাতে চালু অক্সিজেন বাস পরিষেবা

গতকাল উত্তর ২৪ পরগনা জেলাতে অক্সিজেনর হাহাকার মেটাতে চালু হলো অক্সিজেন বাস পরিষেবা ,ওই
পরিষেবা মিলবে বারাসাতের হাসপাতাল ,ব্যারাকপুরের বিএনবসু হাসপাতাল সহ জেলার কয়েকটি সরকারি হাসপাতালে ।ইতিমধ্যে জেলার করোনা হাসপাতাল গুলিতে অক্সিজেন পার্লার ও চালু হয়েছে ।বাস গুলিতে থাকবে সিলিন্ডার ও অক্সিজেন কন্সেন্ট্রেটর ও প্রশিক্ষণ প্রাপ্ত্য টেকনিশিয়ান ।