গতকাল কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের তরফে জানানো
হয় যে তাদের কাছে সারদার টাকা এবং সম্পত্তি গচ্ছিত রয়েছে । সিবিআইয়ের আইন জিবি বলেন যে সেইগুলি কমিটির মাধ্যমে আমানত কারীদের ফেরত দেওয়া যেতে পারে ।তবে এই নিয়ে আদালতের নির্দেশ নামা দরকার । আমানত কারীদের আইন জিবি বলেন শ্যামল সেনকমিশনের ১৩৮ কোটি টাকা রাজ্য কি ভাবে নিজেদের তহবিলে স্থানানত্বর করলো সেই ব্যাপারে রাজ্যের বক্তব জানতে চেয়েছে আদালত ।