সারদার আমানত কারীদের টাকা ফেরাতে কি কমিটি গঠন করা হবে

গতকাল কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের তরফে জানানো
হয় যে তাদের কাছে সারদার টাকা এবং সম্পত্তি গচ্ছিত রয়েছে । সিবিআইয়ের আইন জিবি বলেন যে সেইগুলি কমিটির মাধ্যমে আমানত কারীদের ফেরত দেওয়া যেতে পারে ।তবে এই নিয়ে আদালতের নির্দেশ নামা দরকার । আমানত কারীদের আইন জিবি বলেন শ্যামল সেনকমিশনের ১৩৮ কোটি টাকা রাজ্য কি ভাবে নিজেদের তহবিলে স্থানানত্বর করলো সেই ব্যাপারে রাজ্যের বক্তব জানতে চেয়েছে আদালত ।