পাম তেলের উৎপাদন বাড়বে

Bottle pouring virgin olive oil in a bowl close up

ভোজ্য  তেলের দাম  বেড়েছে।তাই কেন্দ্রীয় সরকার পাম  তেল  উৎপাদনের জন্য সামনের পাঁচ বছরে ১১০৪০ কোটি টাকা মঞ্জুর করেছে। এতে দেশে পাম  তেলের উৎপাদন তিন গুন বেড়ে যাবে এবং বিদেশী মুদ্রা বাঁচবে। তবে পরিবেশের ক্ষতির জন্য পাম  চাষ এখন বন্ধ রয়েছে। অন্য তৈলবীজের তুলনায়  পাম  চাষে  উৎপাদন বৃদ্ধি দ্রুত হয় তাই এইদিকে নজর  দেওয়া হয়েছে।  তবে এর জন্য অরণ্য নষ্ট হবে না। এখনকার জমিতেই চাষ হবে।