গ্যাস সরবরাহের জন্য শিগ্রই নিলাম হবে

ভারত সরকার দেশের বিভিন্ন শহরে গাড়ির সি এনজি এবং পাইপের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহের জন্য শিগ্রই ১১ তম দফার নিলাম সংগঠিত করবে । এই ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা পিএনজি আর বি জানিয়েছেন ,পাঠানকোট ,জম্মু ,নাগপুর ,মাদুরাইসহ ৬৫ টি ভৌগোলিক অঞ্চলের জন্য দ্বরপত্র চাওয়া হয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা ও অন্তর্ভুক্ত আছে ।