আসানসোল ও বালিগঞ্জ উপনির্নাচনের উপরে বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন

জাতীয় নির্বাচন কমিশনের টি প্রতিনিধি দল আজকে আসানসোলে আসছে ওই এলাকার লোকসভার
উপনির্বাচনে ,নিরাপত্তা আঁটোসাঁটো করতে ।সূত্রের খবর খনি ও সীমান্ত এলাকা আসানসোলে অশান্তির ভয় আছে । প্রতিনিধি দল পশ্চিমবর্ধমানের জেলা শাসক পুলিশ সুপারের সাথে বৈঠক করতে পারেন ।বে আইনি আগ্নেয়াস্ত্র ও বোমা গুলি উদ্ধারের উপরে জোর দিয়েছে কমিশনবলিগঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ জানানো হয়েছে কমিশনে ।