গতকাল তিন দিনের ভারত সফরে এলেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দৈবা সঙ্গে তার স্ত্রী ও নেপালের
শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই এই সফর ।আজকে হায়দ্রাবাদ হাউসে দৈবা বৈঠকে বসবেন প্রধানমন্ত্রীরসাথে । দৈবা কে আমন্ত্রণ জানিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন ভারতের প্রধানমন্ত্রী।বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ও সেই বৈঠকে উপস্থিত থাকবেন ,নেপালের প্রধানমন্ত্রী বারাণসী সফরের কথাও জানানো হয়েছে ।