এক্স ভ্যারিয়েন্ট ও শিশুদের টিকা করণ নিয়ে চিন্তা তে কেন্দ্র

গতকাল করোনার এক্স ভ্যারিয়েন্ট নিয়ে এবং ১২ বছরের কম বয়েসীদের টিকা করণের ব্যাপারে স্বাস্থ্য কর্তাদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ।ওই বৈঠকে নতুন প্রজাতির এক্স ভ্যারিয়েন্টের উপরে জোর দেওয়া হয় ।সদ্য গুজরাটও মুম্বাইয়ে এক্স ভ্যারিয়েন্টের রোগী পাওয়া গিয়েছে ।এই প্রজাতির সংক্রমণ ছড়ানোর অন্যানোর দের থেকে ১০ গুন্ বেশি ,১২ নিচে টিকাকরণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্র ।